কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় সাংবাদিক ও সংস্কৃতিকর্মী লিটন ধর গুপ্তের অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ে এই সভার আয়োজন করে উদীচীর জেলা সংসদ।
সভায় প্রয়াত লিটনের জীবনি নিয়ে আলোচনা করেন সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। সভায় উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন সম্পাদক শিল্পকলার শিক্ষক অসীত ঘোষ।
এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, ডায়াবেটিস সমিতির সম্পাদক মোজাম্মেল হোসেন বাচ্চু, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, উদীচীর হারাধন সাহা, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতিকর্মী নারায়ণ কর্মকার, সুব্রত সরকার টিটু প্রমুখ। লিটন ধর গুপ্ত দৈনিক ভোরের কাগজ পত্রিকা, দেশ টিভি ও বাংলাদেশ বেতারে নেত্রকোনা জেলায় কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি প্রেসক্লাব, উদীচী, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ছিলেন। গত ১৩ জুন তিনি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌছার পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।