মুষলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আগে আকাশ কালো হতেই বিকট শব্দে বজ্রপাত হলো বেশ কয়েকবার …
বজ্রপাত হলেই আমার ছোট একমাত্র মামাতো ভাই এহতেশাম আজাদ পুষ্কর এর কথা খুব মনে পড়ে…
মাত্র তিন বছর বয়সেই তার ইংরেজী শেখার খুব আগ্রহ ছিল.. বজ্রপাত হলেই সে দৌড়ে এসে কোলে উঠতো আর বলতো Thunder হচ্ছে Thunder হচ্ছে আমাকে কোলে নাও…
গ্রামে আমার নানার বাডি়র সামনে চমৎকার সারিবদ্ধ সাতটা তালগাছ ছিল…
তালগাছ গুলো আমার আব্বা লাগিয়েছিলেন
তিনি গাছ লাগানো খুব পছন্দ করতেন
আজকে বজ্রপাতের সময় মনে হলো এবারের ভাদ্র মাস থেকে ব্রহ্মপুত্র নদীরক্ষা বাঁধের পাশে চৌদ্দহাত পর পর তালের আঁটি পুঁতে দিলে কেমন হয় ?
বিষয়টি যখন মাথায় এলো তাহলে মাননীয় মেয়র মহোদয় সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাবটি রাখবো এমন ইচ্ছা পোষন করছি
ময়মনসিংহের গফরগাঁও এলাকায় প্রচুর তালগাছ আছে… রেলে যাতায়াত কালে তা দেখেছি…
তালগাছ বাংলাদেশের সকল এলাকায় জন্মে থাকে..
এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে, আবার পানিতেও সহজে মারা যায় না ….তালগাছ প্রতিকূল পরিবেশ সহিষ্ণু হওয়ায় বাংলাদেশের সকল এলাকায় বাড়ির আশে-পাশে, জমির আইলে, পুকুর পাড়ে, রেললাইনের ধারে পরিত্যক্ত স্থানে বিক্ষিপ্তভাবে, অযত্নে, অবহেলায় জন্মাতে দেখা যায়…আমাদের পরিবেশকে দূষণ ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করতে তাল গাছ লাগানো জরুরি।