আরাফাত হোসেন তালুকদারঃ
নেত্রকোনার পূর্বধলায় ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও সাইনবোর্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
এ সময় করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি ইউনিয়নে ৩২ জন করে ১১টি ইউনিয়নের মোট ৩৫২ জন কৃষকের মধ্যে প্রত্যেককে সবজি বীজ, সার, সাইনবোর্ড দেয়া হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে নগদ ১০০০ টাকা প্রদান করা হয়।