কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুরে ১২ জন করোনাভাইরাস (কভিড-১৯) জয়ীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দীর্ঘদিন করোনার সঙ্গে লড়াই শেষে এই ১২ জন করোনাকে জয় করেছেন।
রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ১২ জন করোনা বিজয়ীকে তাদের সুস্থ্য-সফল ও দীর্ঘ জীবন কামনা করে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় এই পর্যন্ত ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করে করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৫৬৬ জনের রিপোর্ট এসেছে। প্রাপ্ত রিপোর্টে ৫২ জনের পজেটিভ এবং ৫১৪ জনের রিপোর্ট নেগেটিভ।
দুর্গাপুরে এই পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন একজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার বিস্তার রোধ করা সম্ভব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।