কে. এম .সাখাওয়াত হোসেন : নিজ বাড়ির উঠানে জাম্বুরা গাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর শহরের ১নং ওয়ার্ডের সাধুপাড়ায় এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ পুর্নিমা মেহতা (৪৫) ওই এলাকায় রাজ মিস্ত্রী বুলিয়া মেহতার স্ত্রী।
মৃত পুর্নিমা মেহতার সুমন (২৮) ও শুভ (২৫) নামে দুই সন্তান রয়েছে। ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এ ধরনের সাদা কাগজে লেখা চিরকুট পাওয়া গিয়েছে এবং লেখার সাথে সমিতির বইয়ের স্বাক্ষরের মিল রয়েছে বলে স্থানীয়রা জানায়।
পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর স্বামী বুলিয়া মেহতা ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার পাশে বউ নেই। ঘর থেকে বের হয়ে উঠানে দেখতে পায় জাম্বুরা গাছে তার বউয়ের ঝুলন্ত লাশ। পরে তার কান্নায় স্থানীয়রা এ দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধারে করে বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।