সম্মিলিত পর্যটন জোটের উদ্যোগে আগামী ১৮-২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক টুরিজম কংগ্রেস’-এর জন্য আজ প্রাথমিকভাবে জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
মূখ্য সমন্বয়কারী:
প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাতীয় সমন্বয়কারীবৃন্দ:
ক) কনফারেন্স সমন্বয়কারী: প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান, পরিচালক, প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র, ইউল্যাব।
খ) স্ট্রিয়ারিং কমিটি সমন্বয়কারী: জনাব নিবাস চন্দ্র মাঝি, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ।
গ) অর্থ সমন্বয়কারী: জনাব জয়িতা শেখ, সহ-সভাপতি, বাংলাদেশ টু্রিজম ফাউন্ডেশন।
ঘ) ইভেন্ট সমন্বয়কারী: জনাব শহিদুল ইসলাম সাগর, চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)।
স্টিয়ারিং কমিটি:
ক) আবাসন: কাজী রহিম শাহরিয়ার, সভাপতি, বাংলাদেশ টু্রিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরাম।
খ) খাবার ও পানীয়: জনাব জাহিদুর রহমান শাওন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।
গ) প্রকাশনা: জনাব মাসুদুল হাসান জায়েদী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।
ঘ) যানবাহন: জনাব কিশোর রায়হান, পরিচালক, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।
ঙ) সংস্কৃতি: জনাব কামরুল বাশার, পরিচালক, বাংলাদেশ টু্রিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।
স্ট্রিয়ারিং কমিটি কাজের উপর ভিত্তি করে বাড়তে থাকবে।
পরামর্শক কমিটি:
ক) প্রফেসর. ড. মো. এনায়েত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
খ) প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়।
গ) প্রফেসর ড. মো. আবুল কাশেম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
ঘ) প্রফেসর মো. আবদুল হামিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফোকাল পয়েন্ট:
মোখলেছুর রহমান, আহবায়ক, সম্মিলিত পর্যটন জোট ও সভাপতি, বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশন।।
উল্লেখ্য যে, Peace through Tourism মতবাদের জনক, Institute for Peace through Tourism (IIPT)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাম্বিয়ার একটি পর্যটন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পর্যটনের জীবন্ত কিংবদন্তি ড. লুইস ডা’মোরি অন্যতম সম্মানীয় ব্যক্তি হিসেবে এই কংগ্রেসে যোগ দিবেন এবং ঐতিহাসিক ’ঢাকা ঘোষণা’ পাঠ করবেন।
বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি