কে. এম. সাখাওয়াত হোসেন : দাদার ট্রলারে করে ধলাই নদীতে বেড়ানো সময় এর থেকে পড়ে অনতু মিয়া (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার সন্ধ্যার আগে নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশু ওই গ্রামের (মাইজপাড়া) মঞ্জিল মিয়ার ছেলে।
নিখোঁজ অনতুর দাদা আব্বাস আলী জানায়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনতু সহ বাড়ির কয়েজন মিলে ট্রলার দিয়ে বেড়ানোর আবদার করে। আমার নিজের ট্রলার দিয়ে বিকাল ৬টা দিকে তাদের নিয়ে বাড়ির সামনে ধলাই নদীতে ঘুরতে যাই। হঠাৎ করেই চলতি ট্রলার থেকে অনতু নদীতে পড়ে যায়। আমি ট্রলার থামানোর আগ মূহুর্তের মধ্যেই সে নদীর পানিতে ডুবে যায়। এলাকার লোকজন বিভিন্ন ধরনের জাল দিয়ে অনেক খোঁজাাখুঁজি করেও অনতুর সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবির জানান, সন্ধ্যায় ধলাই নদীতে শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের এখানে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ জোনাল অফিসকে জানিয়েছি। সেখান থেকে ডুবুরি দল আসলেই উদ্ধারের কাজ চালানো হবে বলে তিনি জানান।