ফারজানা আক্তারঃ
অতি বৃষ্টি ও বন্যার পানিতে সুনামগঞ্জ জেলার ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাহিরপুর, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-ছাতক ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পৃথক চারটি স্থান ভেঙে গেছে। সড়ক ভেঙে ও ডুবে যাওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজা, জামালগঞ্জ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সড়কগুলোর ভাঙা অংশ দিয়ে পানি উপচে পড়ছে। জেলার বিভিন্ন জায়গায় সড়কের বিটুমিনের প্রলেপ ওঠে ফাটল দেখা দিয়েছে। সুনামগঞ্জ-ছাতক সড়কের ভাঙন রোধ করতে কাজ করছেন স্থানীয় সিএনজি ফোরস্ট্রোক গাড়ি চালকরা।
বন্যার পানি মানুষের ঘর-বাড়ি থেকে নামতে শুরু করছে। বন্যার কারণে যোগাযোগ বিড়ম্বনার স্বীকার হচ্ছেন জেলার শতশত মানুষ।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম জানান তারা ক্ষতিগ্রস্থ সড়ক পরির্দশন করছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সুরমা নদীর পানি বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।