কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নের খাসপাঁড়া এলাকা থেকে আট বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করে করেছে স্থানীয়রা।
বুধবার (০১ জুলাই) ভোরে আটকের পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে গ্রেফতার করে নিয়ে আসে থানা পুলিশ। আটককৃত নুর মোহাম্মদ (২০) উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের মো. শুকুর আলী ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ভোরে ভারতীয় মদ ৮ বোতলসহ নুর মোহাম্মদকে আটক করে নিয়ে আসে। এসআই মো. আকরাম হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃতের নামে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পরে নুর মোহাম্মদকে বুধবার দুপুরের দিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।