কে. এম. সাখাওয়াত হোসেন : বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলি (এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে গেজেট আকারে এড্ভোকেট হিসেবে তালিকাভূক্ত করণের দাবীতে মঙ্গলবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বার এসোসিয়েশনের প্রিলি (এমসিকিউ/ রিটেন) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীগনের ব্যানারে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে প্রিলি (এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে গেজেট আকারে এডভোকেট হিসেবে তালিকাভূক্ত করণের দাবীর যৌক্তিকতা তুলে ধরে মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি মুজিব শতবর্ষে শিক্ষানবীশ আইনজীবীদের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বার এসোসিয়েশনের প্রিলি (এমসিকিউ/রিটেন) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবী সমিতির সভাপতি সাজ্জাত হোসেন, শরীফা আক্তার বর্ষা, আফিয়া বিলকিছ পান্না, মোঃ আওয়াল মিয়া, মশিউর রহমান মানিক, চয়ন চক্রবর্তী, খায়রুল ইসলাম, ইয়ার খান, মদিনা আক্তার মৌ, কবির হোসাইন ও মোমেন উদ্দিন যুবরাজ প্রমূখ।