দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একাত্তরের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা আ. রহমান (৭৫) মারা মায়া ত্যাগ করেছেন। বুধবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে অসুস্থজনিত কারনে দেশে প্রতি জীবন বাজি রাখা এই সৈনিকের মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন স্ট্রোক সহ নানা ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে বীরমুক্তিযোদ্ধার তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম বীর মুক্তিযোদ্ধার পুত্র হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, নানা ধরনের অসুস্থতা নিয়ে শেষ জীবনটা পার করেছেন তিনি। বুধবার (২৪ জুন) রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।