কে. এম. সাখাওয়াত হোসেন : সমবায়ীদের মাঝে চারা বিতরন করেছে নেত্রকোনার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বিআরডিবি’র উদ্যোগে রবিবার (২১ জুন) বিকাল ৩টার দিকে সমবায়ীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরন করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর উপজেলা কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
কোভিড ১৯ প্রতিরোধ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ভিটামিন-সি এর অভাব পূরণের উদ্দেশ্যে তাদের মাঝে মালটা বারী-১ জাতের ৫ শত চারা, কাগজী লেবু জাতের আড়াই শত চারা ও কলম্বো লেবু জাতের আড়াই শত চারাসহ মোট এক হাজার ফলজ চারা বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা বেগম, বিআরডিবি’র উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল ইসলাম, মো. জাফর আরিফ চৌধুরী, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রাশিদুল ইসলাম ও হিসাব রক্ষক আল সামছ মোহাম্মদ গোলাম মৌলা প্রমূখ।