ফারজানা আক্তারঃ
লকডাউনে অবসর সময় কাটানোর জন্য ঘুড়ি বানিয়ে আর্থিক আয় করছেন।
করোনা মহামারী তে সবাই যখন ঘর বন্দী, ঠিক সেই সময় অবসর কাটানোর জন্য ঘুড়ি বানিয়ে উড়ায় নেত্রকোনা সদর উপজেলার বালোয়াকান্দা ইউনিয়নের মোঃ করিম মিয়া।
পেশায় তিনি একজন কৃষক। শখ করে ঘুড়ি বানিয়ে সময় কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার ঘুড়ি দেখে এলাকার আরো মানুষ ঘুড়ি বানানোর জন্য তার কাছে আসে। পরবর্তীতে তিমি ঘুড়ি বানিয়ে বাজারে বিক্রি করা শুরু করেন। সাইজ অনুযায়ী ঘুড়ি ৪০টাকা থেকে শুরু করে ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। ঘর ঘুড়ি,ডুল ঘুড়ি,চিল ঘুড়ি,ছোটদের জন্য তেলেঙ্গা ও কমর কাটা সহ আরো অনেক নামের ঘুড়ি বানিয়ে থাকেন।বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুড়ির অর্ডার দিয়ে যায়। তিমি জানিয়েছেন এমন কর্মহীন সময়ে ঘুড়ি বানিয়ে সময় কাটানোর সাথে সাথে কিছু আয় করার উপায় মেলেছে।