কে. এম. সাখাওয়াত হোসেন : মোটরসাইকেল পিছলে ধান বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আকাশ হাসান রনি (৩২) নামে এক ইলেকট্রিক পণ্য বিক্রেতা নিহত হয়েছেন। নিহত রনি পার্শ্ববর্তী ফকিরা বাজারের জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা এবং সে বিভিন্ন বাজারে বাজারে ইলেট্রিক পণ্য বিক্রি করতো বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাতী ইউনিয়নের বড়ওয়ারী ব্রিজের উত্তর দিকে হাতকুন্ডুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার সিধলী বাজার থেকে ধান বোঝাই করে একটি ট্রাক নেত্রকোনার দিকে আসতে থাকে। বিভিন্ন বাজারে বাজারে ইলেকট্রিক পণ্য বিক্রেতা রনি বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে সাইট দিতে গিয়ে এ সময় রাস্তার পাশে থাকা বালুতে তার মোটর সাইকেলটি পিছলে যায়। পরে ট্রাকের পিছনের চাকায় পৃষ্ট হয়ে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই রনি মারা যায়।
খবর পেয়ে কালিয়া গাবরাগাতী ইউনিয়নের চেয়ারম্যান এ আর আলী আজগর খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন এবং ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইলেকট্রিক ব্যবসায়ী মুত্যুর সত্যতা নিশ্চিত করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মকবুল ও জলিলকে পাঠানো হয়েছে।