শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত পিতা-পুত্রের পরিবারকে সমবেদনা জানান পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
তিনি তাদের মৃত্যুর খবর পেয়েই ছুটে যান ঘটনাস্থলে ও তাদের বাড়িতে।
তিনি বলেন একই সাথে পিতা ও ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা আমি নিজেও মর্মাহত। তাদের সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।
দোয়া করি মহান আল্লাহ্ তাদের দুজনকেই বেহেশত নসীব করেন।
আর আমি তাদের পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ্।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক রাজু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৭ জুন বুধবার ভোররাতে আনুমানিক ৪.০০ ঘটিকার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকায় (শ্যামগঞ্জ বাজার সংলগ্ন) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সমর আলী ভোররাতে ফিসারীজে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্হলেই মৃত্যুবরণ করে।