শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের মধ্যেবাজার,জামতলা,স্টেশনরোড, হাসপাতাল রোড,গার্লস স্কুল রোড,পাটবাজার রোড, দিগজান রাস্তা, নয়াপাড়া রাস্তা,বিশকাকুনী রাস্তা, মঙ্লবাড়ীয়া রাস্তা, কালীবাড়ি রাস্তা সহ আশেপাশের প্রায় সবগুলো রাস্তায় সামান্য বৃষ্টি হলেই সড়ক দেখলে মনে হবে পার হতে লাগবে নৌকা। এমন দৃশ্য চোখে পড়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের রাস্তাগুলোতে। হালকা বৃষ্টিতে যেন খাল বা ছোট জলাশয়ে পরিণত হয়েছে।
দীর্ঘদিন ধরে সদরের সড়ক গুলোয় কাজ না করায় ও সড়কের দুই পাশে নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা থাকায় সামান্য বৃষ্টি হলেই পূর্বধলা বাজারের পুরো অংশ সড়কটিতে পূর্ব থেকে অসংখ্য গর্তের সৃষ্টির কারণে পানি জমে খালে পরিণত হয়ে যায়।
বিশেষ করে পূর্বধলা বড় মসজিদ, মধ্যবাজার, পাটবাজার, জামতলা,স্টেশন রোড, গার্লস স্কুল রোড এ কাঁদা পানি জমে চলাচল করতে পারছেন না স্থানীয়রা।
যার ফলে যানজটে জনদূর্ভোগ চরমে।
পায়ে হেঁটে তো দূরের কথা ঝুঁকি নিয়ে রিকশা ও ইজিবাইজক দিয়েও চলাচল করাও কঠিন হয়ে পড়ে উপজেলা সদরে আসা জনগণের। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাশয় সহ অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়ে কাঁদায় একাকার হয়ে গেছে। সড়কের মধ্যে পানি জমায় জনসাধারণের হেঁটে যাবার কোন সুযোগ নেই।
সড়কের বেহাল অবস্থার কারণে সদরের স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন গ্রাম থেকে আসা জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, সড়কটি সংস্কারে অনিয়ম, সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে সড়কে বেহালদশায় পরিণত হয়। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় প্রধান সড়কে। ফলে উপজেলার পাটবাজার,জামতা বাজারসহ কেন্দ্রীয় মসজিদে যেতে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পূর্বধলা সদরের ভিতরে প্রত্যেকটি রাস্তা যেন ঠিক একই অবস্থা।
আর উপজেলার অন্যান্য ইউনিয়নের রাস্তাগুলোর অবস্থা আরও নাজেহাল। কে দেখবে আমাদের এ দূর্ভোগ? এমনই অভিযোগ স্থানীয়দের।
পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন,গতবছর এই রাস্তাগুলোতে আমি নিজ খরচে ইট সুরকী দিয়ে কিছুটা সংস্কার করেছিলাম। এখন সড়ক জনপথ বিভাগের উদ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন শীগ্রই রাস্তার কাজ শুরু করা হবে।
পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন জানান, সদরের সড়কগুলোর বেহাল দশা দূরীকরণের জন্য নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগকে বারবার অবগত করেছি। সপ্তাহের ভিতরেই কাজ করবে বলে আমাকে আশস্থ করেছেন।
নেত্রকোনার সাব ডিভিশনাল ইন্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম পূর্বময় ডটকমকে জানান,নেত্রকোনা থেকে পূর্বধলা সদরের রাস্তার কাজ করছে রানা বিল্ডার্স। তবে খুব অচিরেই পূর্বধলা বাজার অংশে সংস্কারের কাজ শুরু করা হবে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, দীর্ঘদিন ধরেই পূর্বধলা সদরে বাজারের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তার বেহাল অবস্থা। এ সমস্যা সমাধানের লক্ষে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনা করা হয়েছে এবং তাদেরকে দ্রুত কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।