সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে মো. আনোয়ার হোসেন ওরফে আনার হোসেন ওরফে আলী হোসেন (২৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার উজেলার তেতুলিয়া গ্রামের ফজল হকের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে নেত্রকোনা সদর থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।
তিনি জানান, আনোয়ার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। পাশাপাশি একলক্ষ টাকা অর্থদণ্ড দন্ডপ্রাপ্তও। দীর্ঘদিন ধরে তিনি চট্রগ্রামনহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান সনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।