কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর সদরের আশপাশ এলাকায় বিভিন্ন লোকজনের মুখে মাক্স না থাকায় সামাজিক সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ বিধি মোতাবেক ১২ জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পৌর সদরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে এ অর্থদন্ড দেন ভাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গপুরের সহকারি কমিশনার (ভুমি) মি. রুয়েল সাংমা।
এ সময় তিনি বলেন, বর্তমান সময়ের করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় সরকারের গৃহিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় পৌর সদরের সকল রাস্তায় যাদের মুখে মাক্স নেই, তারা যেন মুখে মাক্স ব্যবহারে সচেতন হয় সেজন্য ভ্রাম্যমান আদালত আদালত পরিচালনা করা হয়েছে। বেশ কয়েকজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।