কে. এম. সাখাওয়াত হোসেন : সাউন্ড বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মিলন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কিশোর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও গ্রামের মৃত শমশের আলীর তৃতীয় পুত্র এবং সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে মিলন মিয়া নিজ বাড়িতে গান শোনার জন্য সাউন্ড বক্সে বিদ্যুৎে দিতে যায়। পরে সকেটে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পষ্টে গুরুতর আহত হয়। তার চিৎকারে পরিববারের লোকজন মিলনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক সোহরাব হোসেন লিংকন কিশোর তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বিদ্যুৎস্পষ্টে মিলনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।