কে. এম. সাখাওয়াত হোসেন : প্রতিবেশির ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায় মদন-ফতেপুর সড়কের একটি রেইন্ট্রি গাছে নিচে।
নিহত ফয়সাল (১৫) উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে এবং মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানায় যায়, করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় সকালের খাবার শেষে বাড়ির সামনে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় ফয়সাল। গত কয়েক দিন ধরে পাশের বাড়ির প্রতিবেশি নজরুলের ঘুড়িটি মদন-ফতেপুর সড়কে একটি রেইনট্রি গাছে ঝুলে রয়েছে। তা দেখে সে ওই গাছ থেকে ঘুড়িটি নামাতে যায়। পরে গাছের মধ্যে থাকা বৈদ্যুৎের তারের সংস্পর্শে শক লেগে মাটিতে পড়ে যায়। পরে ঘটনার স্থলেই মারা যায় ফয়সাল।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।