নিকলী (কিশোরগঞ্জ)থেকে মোঃ হেলাল উদ্দিনঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পুর্ব বড়কান্দা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান (সাদেক) গতভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন । ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইলাহি রাজিউন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে বাদ জহুর আসানপুর ঈদ্গাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে আসানপুর কবরস্থানে লাশ দাফন করা হয় । শিক্ষক সাদেক উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ টিমের সক্রিয় সদস্য ছিলেন । করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরন করেন, রিপোর্ট ১৩ ই জুন আসার কথা ছিল। শিক্ষক হাবিবুর রহমান সাদেক ছিলেন একজন দেশাত্নবোধের চেতনায় উজ্জীবিত একজন মানুষ তিনি কেবল একজন শিক্ষকেই ছিলেন না ,খুরধার লেখক ,ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব । নিকলীতে সর্ব প্রথম তাঁর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের কৃতিত্ব অর্জন করেন। উপজেলার ৬০ টি প্রাথমিক বিদ্যালয়ের কোনটিতেই যখন শহীদ মিনার ছিলনা তখন কোমলমতি শিক্ষার্থীরা ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদনে বঞ্চিত হতো । গুনি এ শিক্ষক বিষয়টি হৃদয় দিয়ে অনুধাবন করেন ।এবং সিদ্ধান্ত নেন সরকারী বাজেটের অপেক্ষায় না করে নিজ চেষ্টায় এবং নিজের বিদ্যালয়ে তৈরী করবেন শহীদ বেদী। শিক্ষার্থীদের আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রয়ারি গানের তাৎপর্য বুঝাতে ২০১৮ সালে এই মহান কাজটি সম্পন্ন করেন। মৃত্যুকালে স্ত্রী, মা, ৩ মেয়ে ১ ছেলে সহ ছাত্র/ ছত্রী রেখে গেছেন ।