দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় করোনায় আক্রান্ত থেকে মুক্তি পাওয়া সাতজনকে ফুল দিয়ে অভিনন্দন ও ছাড়পত্র দিল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শুক্রবার (১২ জুন) দুপুরে সুস্থ হওয়া সাত জনকে এ ছাড়পত্র প্রদান করা হয়। সেসময় করোনায় জয়ীদের মাঝে দুর্গাপুরের ইউএনও ফারজানা খানম ভিটামিন সি জাতীয় ফল তাদের হাতে তুলে দেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে নিরাপদ দুরত্ব বজায় রেখে করোনায় আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে সুস্থ সাত জনকে ছাড়পত্র প্রদান করা হয়।
কোভিড-১৯ এ দুর্গাপুর উপজেলা থেকে এ পর্যন্ত প্রেরিত ৩১৩টি নমুনার ২৯৩টির পরীক্ষার ফলাফলে ২২ জন আক্রান্ত হয়। এদের মধ্যে সাত জন সুস্থ্ হয়ে বাড়ী ফিরে যান।
এ সময় করোনা জয়ীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলার ইউএনও ফারজানা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহসান হাবীব, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান, পৌর কাউন্সিলর মতিউর রহমান, প্রেসক্লাব সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি প্রমূখ।