কে. এম. সাখাওয়াত হোসেনঃ
বিদ্যমান করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য নিরাপত্তায় আমিষের চাহিদা যাতে ঘাটতি না পড়ে এবং মুজিববর্ষ উপলক্ষে ৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া, পূর্বধলা, নেত্রকোনায় ব্যাটালিয়ন পুকুরে বিভিন্ন জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১০-৬-২০২০ খ্রিস্টাব্দ তারিখ বুধবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন ব্যাটালিয়নের পরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান। প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় পূর্বধলা উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সরোয়ার হোসেন এর সহযোগিতায় রুই, কাতল, মৃগেল এবং বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এব্যাপারে পরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি মহোদয়ের অনুপ্রেরণায় এবং ময়মনসিংহ রেঞ্জের পরিচালক জনাব হিরা মিয়ার পৃষ্ঠপোষকতায় ব্যাটালিয়নের অভ্যন্তরে প্রতিটি পতিত জায়গায় বিভিন্ন শাক সবজির রোপন করা হয়েছে এবং ব্যাটালিয়নের পুকুরে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের নিমিত্তে তথা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন অধিক বৃক্ষরোপণ এবং দেশের প্রত্যেক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ চাষের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে মুজিববর্ষে জাতির জনকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এভাবে সবাই সকল জলাশয়ে মৎস্য চাষ করলে দেশের আমিষের চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখবে। তিনি ব্যাটালিয়নের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে দেশ ও বাহিনীর কল্যাণ ও সমৃদ্ধি জন্য দোয়া করেন।
তিনি আরো বলেন যে, মৌসুমে মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচি অব্যহত থাকবে। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ ৬ আনসার ব্যাটালিয়ন এর বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।