কে.এম. সাখাওয়াত হোসেনঃ
চার্জে দেয়া ইজিবাইকের বিদ্যুৎ সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গিয়েছে। মৃত আতিকুল ইসলাম (২৫) নেত্রকোনার মদন উপজেলায় পৌর শহরের মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদন উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, মৃত আতিকুল পৌর সদরে আরিফুল ইসলামের দোকান ভাড়া নিয়ে ইজিবাইক চার্জ দেয়ার গ্যারেজ করে। তাতে বিভিন্ন মালিকদের ২০-২৫ টি ইজিবাইক চার্জ দেয়া হয় প্রতিদিন। আজ (বৃহস্পতিবার) সকালে গ্যারেজে থেকে চার্জে দেয়া ইজিবাইকের সংযোগ লাইন খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন মদন থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আতিকের মৃতদেহ ঘটনাস্থলেই রয়েছে।
এ ব্যাপারে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থল থেকে, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।