কে.এম. সাখাওয়াত হোসেনঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটো ইজিবাইক উল্টে লাকি আক্তার (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এসময় অটো ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নিহত লাকি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও বেসরকারি সংস্থা পপি (এনজিও) নাজিরপুর শাখার (ব্রাঞ্চ) একজন মাঠ কর্মী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সোয়া ১টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি কলমাকান্দা অটো স্ট্যান্ড থেকে আট জন যাত্রী নিয়ে নাজিরপুর বাজারে যাচ্ছিল। এ সময় রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই লরির ধাক্কা দিলে অটো ইজিবাইকটি উল্টে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আর আটো ইজিবাইকে থাকা পাঁচজন আরোহী আহত হয়।
খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ এনজিও কর্মীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।