সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা):
নেত্রকোনার মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।
এ লক্ষ্যে মোহনগঞ্জ উপজেলার নারী নির্যানতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে ২০টির অধিক সংগঠন মিলিত হয়ে ‘মারুফা মঞ্চ’ গঠন করে প্রতীকী অনশনের মাধ্যমে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবী করা হয়।
বুধবার (১০ জুন) সকাল ১১ টা থেকে মোহনগঞ্জ পৌরশহরের শহীদ মিনারে বসে তারা এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।
এ সময় ঐতিহ্যবাহী পাইলটিয়ান ব্যাচ ও সামাজিক স্চ্ছোনেবী সংগঠন শিশু ছায়ার সদস্যরা ব্যনার সহ এতে যোগ দিয়ে একাত্মতা জানায়।
তাদের সঙ্গে যোগ দেন নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির নেতৃবৃন্দও।
এ সময় শহীদ মিনারের এক কোণে বসে চোখের জল ফেলছিলেন হত্যার শিকার মারুফার মা আকলিমা আক্তার।
বক্তারা বলেন, ছবিতে দেখা মারুফার গায়ের জখমের চিহ্ন আর তার মায়ের বক্তব্য অনুয়ায়ী এটি একটি ধর্ষণ ও নিমর্ম হত্যাকাণ্ড।
এ ঘটনার সঠিক বিচার না হলে, বিচার হীনতার সংস্কৃতি মাথা চাড়া দিয়ে উঠবে। আমাদে সন্তানদের ভবিষ্যত অনিরাপদ হয়ে যাবে।
অপরাধী আইনের আওতায় না আসা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এসময় দ্রুত ময়না তদন্তের রিপার্ট প্রদান করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
জানা গেছে, গত ৯ মে বারহাট্টার সিংধা ইউপি চেয়ারম্যান কাঞ্চনের মোহনগঞ্জ বাসায় ১৪ বছর বয়সী গৃহকর্মী মারুফা আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরবর্তীতে ময়নাতদন্তের পর নানার বাড়ি কলমাকান্দায় দাফন করে ১১ মে ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর হস্তক্ষেপে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
ওইদিন রাতেই চেয়ারম্যানকে পুলিশ আটক করে ১২ মে আদালতে পাঠায়। পরবর্তীতে ১৪ মে আবার জামিন নিয়ে বেরিয়ে যান চেয়ারম্যান।
এমন একটি চাঞ্চল্যকর মামলায় একদিনেই কি করে জামিন হয় এ নিয়ে মোহনগঞ্জবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
এরই ধারাবাহিকতায় এক যুবকের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে মোহনগঞ্জের সন্তান প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের ভাই বিচারপতি ওবায়দুর রহমান শাহিনকে নিয়ে কটুক্তি করা হয়েছে মর্মে থানায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াস নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকের অনশন আন্দোলনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আকিকুন্নেছা বিউটি, নাগরিক উন্নয়নের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব, মানবকি মোহনগঞ্জের সভাপতি কবি রইস মনরম, সাধারণ পাঠাগারের সেক্রেটারি মাহবুবুর রহমান নান্টু, চয়নিকা মহিলা পাঠাগাররের লাইলি আরজুমান, উদিচি শিল্পীগোষ্ঠী তাহমিনা ছাত্তার, নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির মো. ইকবাল, সাবেক পাইলটিয়ান ব্যাচ, শিশু ছায়াসহ ২০ টির অধিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।