শিমুল শাখাওয়াতঃ
সারাদিন যারা বাসায় থাকে তাদের কাজের উপলব্ধিটা এই লকডাউনে ভালোমতো বুঝলাম।সারাদিন বাসায় থাকলে আসলে তখন আসল কাজই থাকে রান্না করা আর ঘরের কাজ মনোযোগ দিয়ে করা।
আমরা যারা কর্মজীবী আছি তাদের কাজের জগৎটা ভিন্ন।তাদের বাইরের কাজের সাথে সাথে বাসায় ফিরে ঘরের কাজ ও করতে হয়।।সারাদিন যারা বাসায় থাকে তাদের ঘরের কাজ করার জন্য সময়ের অভাব হয় না,অফুরন্ত সময় থাকে। আর আমরা যারা কর্মজীবী আছি বাইরে থেকে ফিরে এসে সময়টাকে বাসায় এসে আবার ভাগ করে নিতে হয়।
আমাদের এই ছুটে চলার জীবনে অনেক আনন্দ আছে। দেখা যায় সময়ের অভাবে আজাইরা মানুষদের নিয়ে গবেষনার করার সময় থাকে না।আসলে কর্মজীবী মেয়েদের কাজের পরিমানটাও বেশি হয়।তাদের অফিস আর ঘর দুইটাই সামলাতে হয়।যারা শুধুই ঘরে থাকে তাদের সেটা উপলব্ধি করা উচিৎ।
লেখকঃ এ্যাডভোকেট মারজিয়া জামান ওরিন।
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।