দুর্গাপুর (নেত্রকোনা )প্রতিনিধি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে স্কুলব্যাগ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সামগ্রী বিতরন করা হয়। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, রেইনকোট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ট্রাইবাল ওয়েলফেয়ার নেতা গিলবার্ট চিচাম, রিপন হাজং প্রমুখ।