সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জ খাদ্য গুদামের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে দ্রুত গতির একটি বেপরোয়া লড়ি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনার পরপরই এর চালক পালিয়ে যায়।
রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন খবর দিলে পুলিশ এসে লড়িটি আটক করে।
জানা গেছে, ঠাকুরাকোনা থেকে আসা এ লড়িটি মাটি বোঝাই করে ফেরার পথে শিয়ালজানি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে খাদ্য গুদামের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এসব লড়ির চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। তাদের কোন প্রশিক্ষণ নেই। নিয়ন্ত্রণ না থাকায় হুট করে যেকোন রিক্সা চালক একসময় লড়ির চালক হয়ে যায়। ফলে রাস্তায় চলাফেরায় সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে।
তাদের ক্ষোভ, প্রশিক্ষণ বিহীন চালক দিয়ে অনুমোদনহীন লড়ি-হ্যান্ডট্রলি শহরের রাস্তায় নিয়মিত চলছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শহরে এসব দানবের ভয়ে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। শহরের রাস্তায় এসব লড়ি-হ্যান্ডট্রলি চলাচল বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ঘটনার পরপরই লড়িটি জব্দ করা হয়েছে। পরে দেয়াল ভেঙে গাড়িটি বের করে থানায় নেওয়া হবে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে, তাকে খোঁজা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।