পূর্বময় ডেস্কঃ পুলিশ বাহিনীর আন্তরিক প্রচেষ্টা থাকলে যে কোন সমস্যা দ্রুত সমাধান সম্ভব। গত ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ ময়মনসিংহের টাউন হলে নারী সাংবাদিক সংঘের সদস্যগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে ঢোকার সময় একজন নারী সাংবাদিকের যে মোবাইলটি চুরি হয় সেটি উদ্ধার করে তারই প্রমাণ দিলেন ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখার কর্মরত পুলিশ সদস্যগণ।
চুরি যাওয়া মোবাইল উদ্ধারের জন্য ঐদিন ময়মনসিংহ কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং -২০৮৬। জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান নির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ সহযোগিতায় এএসআই আমির হামজার আন্তরিক প্রচেষ্টায় ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে মোবাইল সেট টি ত্রিশাল থেকে ৫ জুন উদ্ধার করেন। আজ ৬ জুন ওসি ডিবি ময়মনসিংহ মোঃ শাহ্ কামাল আকন্দ, নারী সাংবাদিক সংঘের আহবায়ক সাংবাদিক বাবলী আকন্দ, এএসআই আমির হামজা ও ডিবির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল সেটটি গ্রহণ করেন নারী সাংবাদিক সংঘের সদস্য এমএসবি নাজনীন লাকি।
এসময় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করে ময়মনসিংহ ওসি ডিবি মোঃ শাহ্ কামাল আকন্দ সহ মোবাইল উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।