সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে সাংবাদিক ও নার্সসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, পৌরশহরের দৌলতপুরের আবুল কাসেম আজাদ (৫০), জাহাঙ্গীর (৪৫) ও কাজিহাটি গ্রামের সেতু (২৬)। তাদের মধ্য আবুল কাসেম আজাদ মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সেতু মোহনগঞ্জ হাসপাতালের সেবিকা ও জাহাঙ্গীর একটি ওষুধ কোম্পানির প্রতনিধি হিসেবে কর্মরত আছেন।
শনিবার (৬ জুন) মোহনগঞ্জ উপজেলা কমপ্লেক্সের আরএমও( আবাসিক মেডিকেল অফিসার) ডা. সুবির সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২ জুন তাদের নমূনা সংগ্রহ করে পাঠানোর পর শনিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ জানান, সভাপতি আবুল কাসেম আজাদ করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই এ পর্যন্ত বাসায় অবস্থান করছিলেন। সংক্রমণের ভয়ে তিনি ক্লাবে আসতেন না। তারপরও তিনি আক্রান্ত হয়েছেন। আমরা তার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।