কে. এম. সাখাওয়াত হোসেন : প্রতিদিনের মতো সিএনজি চালিয়ে বসত ঘরের পাশে রেখে দেয় এর মালিক এরশাদ মিয়া (৩৩)। রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সিএনজিতে আগুন দেয় দুর্বৃত্ত্বরা। ঘরের বাহির থেকে শব্দ ও চিৎকার শুনে ঘুম ভেঙে দেখে সিএনজি ও বসত ঘরে আগুন দেখতে পায় সে। শুক্রবার (৫ জুন) দিনগত গভীর রাতে এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নের বাঁশরী দুর্গাশ্রম গ্রামে।
শনিবার (৬ জুন) ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান মদন থানার ওসি মো. রমিজুল হক।
সিএনজি মালিক ওই গ্রামের মৃত মনতু মিয়ার ছেলে এরশাদ জানায়, খুব কষ্ট করে কিস্তি দিয়ে সিএনজি কিনে ছিলাম। এখনও সব কিস্তি পরিশোধ করতে পারিনি। পরিবারের জীবিকা নির্বাহে উপার্জন করতাম এটি দিয়ে। বিলাপ করেন, এখন কি হবে আমার, কোথায় যাব? আরো বলেন, প্রতিবেশী মৃত রাজ আলীর ছেলে শাহজাহান আমার ক্ষতি করবে বলে প্রায়ই হুমকি দিতো। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান পূর্বময়কে।
একই গ্রামের শাহজাহানের মুঠোফোনে জানান, এলাকার কে বা কাহারা করেছে আমি জানি না। নিজের চোখে দেখি নাই, বলবো কি করে। হুমকির বিষয়ে বলেন, মিথ্যা কথা। জরিপ করে দেখেন এলাকায় আমাদের বদনাম পাবেন না।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক শনিবার দুপুরে পূর্বময়কে জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।