পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ কালাম মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) বিকাল ৬টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইরাজ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, কালাম দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্থ ছিলেন। প্রায় সময়ই তিনি ওই সড়কে যানবাহনের সামনে গিয়ে চালক ও যাত্রীদের কাছে টাকা-পয়সা চাইতেন।
প্রতিদিনের ন্যায় আজ বিকালেও সে তার পুরোনো পন্থা অবলম্বনের সময় জারিয়া থেকে বালু বোঝাই একটি দ্রুত গামী ড্রাম ট্রাক (ময়মনসিংহ ট ১১-০৫৫৫) তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।