পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরো ৮ জন নতুন আক্রান্ত হয়েছেন ও ২ জনের ফলোআপ টেষ্টে করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫।
নতুন আক্রান্তরা হলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগম তার বাড়ি গোহালাকান্দা ইউনিয়নে, জনতা ব্যাংক জারিয়া শাখার ম্যানেজার এ কে এম জাহাঙ্গীর আলম তার বাড়ি নেত্রকোনার কাটলী, সোনালী ব্যাংক পূর্বধলা শাখার সিনিয়র অফিসার হাবিবুর রহমান, এলএসডি অফিসের প্রহরী কামরুজ্জামান, নারান্দিয়া ইউনিয়নের সিন্দু রানী, আল মামুন, ষ্টেশন এলাকার নয়ন মিয়া ও সুজন মিয়া ।
ফলোআপ টেষ্টে আবারো করোনা পজেটিভ এসেছে ২ জনের। তারা হলেন, প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো: তানজিল হাসান ও অফিস সহকারী আতিকুল ইসলাম।
৫ জুন (শুক্রবার) নেত্রকোনা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।