কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২৫০ জন গর্ভবতী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতা বিতরন বহি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে এই ভাতা বহি বিতরন করা হয়।
ভাতা বহি বিতরণ কালে অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, পৌর মেয়রের প্রতিনিধি প্রকৌশলী মো. নওশাদ আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি, অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আলহাজ্জ্ব মাওলানা আব্দুস সালাম বলেন, গত অর্থ বছরের তালিকা মোতাবেক প্রত্যেককে কয়েকটি ধাপে ২৮,৮০০ টাকা করে প্রদান করা হবে। বর্তমান অর্থ বছরেও পৌরবাসীর মাতৃত্বকালীন ভাতা প্রদান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে একটি তালিকা করা হয়েছে। সরকারের এ ধরনের মহতি উদ্যোগকে পৌরবাসীর পক্ষে সাধুবাদ জানান তিনি।