কে. এম. সাখাওয়াত হোসেন : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ঋষিপাড়ার শ্বশুরবাড়ি থেকে নেত্রকোনার কলমাকান্দায় নিজ বাড়ি ফেরা হলো না নরেশ মনি দাসের (৪০)। নরেশ উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের আগবগজান গ্রামের রবি মনি দাসের ছেলে।
বৃহস্পতিবার (৪ মে( বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের উব্দাখালী নদীতে ফেরি নৌকা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।
নরেশের কাকা (চাচা) মতি মনি দাস জানান, গত ১ জুন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ঋষিপাড়ায় শ্বশুর সুশীল মনি দাসের বাড়িতে নরেশের স্ত্রীর ছোট বোনের বিয়ের আলোচনা করতে যান। আলোচনা শেষে তিনি শ্বশুর বাড়িতে কয়েকদিন অবস্থান করার পর বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি কলমাকান্দার উদ্যেশ্যে রওয়ানা দেন।
পরে মধ্যনগর বাজার সংলগ্ন নদী ফেরি নৌকায় পারাপারের সময় তিনি উব্দাখালী নদীতে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মধ্যনগর বাজারে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
নরেশ মনি দাসকে স্পিডবোটযোগে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমি করিম মৌরি তাকে মৃত বলে ঘোষণা করেন।