কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বাকি বিল্লা (২৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্ত্বরা। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের দক্ষিনপাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত বাকি বিল্লা উপজেলার সদর ইউনিয়নের বারধার গ্রামের সাবেক ইউপি মেম্বার কালাচানের ছেলে।
শুক্রবার (৫ জুন) বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়া হয়নি বলে জানান পূর্বধলার থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাকি বিল্লা বৃহস্পতিবার রাতে স্টেশন বাজার থেকে রিকশাযোগে পূর্বধলা বাজারে যাচ্ছিল। পথে পূর্বশত্রুতার জেরে স্বাস্থ্য কমপেক্স গেইটে রাসেল ডায়াগনোস্টিক সেন্টারের মালিক রাসেলের নেতৃত্বে কতিপয় দুবৃত্ত্বরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এ খবর শুনে আহত বাকি বিল্লার গ্রামে ছড়িয়ে পড়লে শতাধিক লোক দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতাল গেইটে রাসেল ডায়াগনোস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এ সময় উত্তেজিত জনতা স্টেশন বাজারে কিন্তুকি মেডিকেল হল নামক ফার্মেসীতেও হামলা চালায়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অভিযুক্ত রাসেল মুঠোফোনে পূর্বময় ডটকমকে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। ঘটনার দিন সন্ধ্যায় ছোট ভাইকে ল্যাব বন্ধ করার নির্দেশ দিয়ে বাট্টা গ্রামে অসুস্থ শ্বশুরকে দেখতে চলে আসি। পরে জানতে পারি উত্তেজিত জনতা তার ল্যাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে প্রায় ২৭-২৮ লক্ষাধিক টাকা মূল্যমানের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান পূর্বময় ডটকমকে বলেন, ঘটনার পরপরই রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।