কে. এম. সাখাওয়াত হোসেন : করোনা দুর্যোগে কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপি’র সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৩টি ইউনিয়নের (খারনৈ, নাজিরপুর ও লেঙ্গুরা) ৩৮৪টি গরীব ও অসহায় পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রতি পরিবারের মধ্যে ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়। সংস্থাটি ৩টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরকারী নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত বিতরন কার্যক্রম পরিচালনা করে ।
বিতরন কালে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ বাবুল, স্থানীয় প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও এপি ম্যানেজার মি. পরিতোষ রেমা উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে ২৬২ পরিবারের মাঝে ৫০ টি সার্জিক্যাল মাস্ক, ১০টি সাবান, ৫ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ২প্যাকেট ব্লিচিং পাউডার, ৫ প্যাকেট স্যানিটারী প্যাড ও একটি করে মগ বিতরন করা হয়েছে। এছাড়াও ওয়াশ সামগ্রী হিসেবে মোট ১০০ পরিবারের মাঝে ট্যাপ যুক্ত বালতি বিতরন করা হয়।