পূর্বময় ডেস্কঃ উন্নয়নের নামে সার্কিট হাউস ময়দানটির ঐতিহ্য ও সৌন্দর্য বিনাশী পরিকল্পনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে এর প্রতিবাদ- জানিয়েছেন মহিলা পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি মনিরা বেগম অনু। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন এভাবে—–
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান এই নগরীর নাগরিকদের গর্বের একটি বিষয়। এর সবুজ বিস্তৃতি নাগরিক জীবনের দমবন্ধ করা অসহনীয়তার মাঝে এক সজীব প্রাণের ছোঁয়া বয়ে আনে। এই ময়দানটি ঘিরে এতদঞ্চলের মানুষদের ইতিহাস, সংস্কৃতিভাবনা, ক্রীড়া-আয়োজন, আমোদ-প্রমোদ নানাভাবে আলোড়িত হয়। দীর্ঘ এক ইতিহাসকে ধারণ করে এই মাঠ আর এখানকার মানুষ এমন এক বাঁধনে জড়িয়ে রয়েছে যে, এই ময়দানটি যথার্থই একটি ঐতিহাসিক ময়দান হয়ে উঠেছে। সম্প্রতি এমন এক সাংস্কৃতিক সম্পদকে প্রশাসনিক আদেশে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের নামে অনাবশ্যক দেয়াল তুলে এর ঐতিহ্য হননের এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে, সংশ্লিষ্ট নাগরিকগণের সাথে কোনোরূপ পরামর্শ ব্যাতিরেকে গত ১ জুন
তারিখে দেশব্যাপী করোনা সঙ্কটের মাঝেই এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আমরা ময়মনসিংহের নাগরিকদের পক্ষে এই ত্রুটিপূর্ণ, অযাচিত, অনাবশ্যক, অসুন্দর আয়োজনের প্রতিবাদ জানাই। আমরা মনে করি, এই ময়দানটিকে ‘যেমনি আছে তেমনি’ রেখে সুরক্ষা প্রদান করাই হবে ইতিহাস ও ঐতিহ্যের সাথে সাজুয্যপূর্ণ উদ্যোগ। ময়মনসিংহবাসী তাদের প্রাণের মতো প্রিয় এই ময়দানটির কোনোপ্রকার অঙ্গহানিকর সংস্কার, উন্নয়ন, নির্মাণ মেনে নেবে না।
আমরা আশা করি, অবিলম্বে সংশ্লিষ্ট সকলের বোধোদয় হবে এবং সার্কিট হাউস ময়দানটিকে প্রাকৃতিকভাবে বাঁচিয়ে রাখার উদ্যোগ গৃহীত হবে।
এসময় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদীপ চন্দ্র কর, সভাপতি, উদীচী ও প্রগতি লেখক সংঘ, ময়মনসিংহ, মনিরা বেগম অনু, সভাপতি, মহিলা পরিষদ, ময়মনসিংহ, সাবিব তালুকদার রবিন, সভাপতি, যুব ইউনিয়ন, ময়মনসিংহ, আশজাদুল বোরহান তাহসিন, সভাপতি, ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ, ফাহমিদা ইয়াসমিন রুনা, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ, ময়মনসিংহ, যীশুতোষ তালুকদার, সাধারণ সম্পাদক, উদীচী, ময়মনসিংহ, সনৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, প্রগতি লেখক সংঘ, ময়মনসিংহ, জহিরুল আমিন রুবেল, সাধারণ সম্পাদক, যুব ইউনিয়ন, ময়মনসিংহ, বাহাউদ্দিন শুভ, সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ