সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশুটির মা পাশের বাড়িতে গেলে শিশুটি খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। তার মা বাড়িতে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. সিরাজ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।