নিকলী( কিশোরগঞ্জ) সংবাদদাতা মোঃ হেলাল উদ্দিনঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলাস্থ কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের ০১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আবুল কাশেম গতভোর রাতে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহী রাযিউন । আজ বৃহস্পতিবার বিকালে নানশ্রী ফুটবল খেলার মাঠে শতশত মানুষের উপস্থিতে তাঁর জানাযার নামায অনুষ্টিত হয় । তিনি ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন । কারপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম ফাইজুল হক খান (মাখনের) একনিষ্ট সহচর । মরহুম আবুল কাশেম নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে স্বাক্ষর রেখে গিয়েছেন । এ সহজ সরল মানুষের মৃতুর মধ্যে দিয়ে আওয়ামি লীগ একজন ত্যাগী নেতাকে হারালো ।
মাখন চেয়ারম্যানের মৃতুর পর ২০১০-২০১১ সাল পর্যন্ত তিনি কারপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন । তিনি একজন সৎ মানুষ মহামারি করোনার মাঝেও বিপুল মানুষের উপস্থিতি তা প্রমান করে গেলেন । নানশ্রী সহ কারপাশা ইউনিয়নের শত শত মানুষ তার জানায় অংশ নেয় । হাবিবুর রহমানের সঞ্চালনে জানাযা নামাজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম এ সময় তিনি বলেন কিশোরগঞ্জ ৫- নিকলী- বাজিতপুর আসনের সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের মৃতুতে শোক প্রস্তাব জানিয়েছেন । শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, এম রুহুল কদ্দুস ভুঞা জনি , বলেন আমরা একজন দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকে হারালাম যার শুন্যতা পোরন হওয়ার নয় । মহান আল্লাহ যেন তাঁকে বেহেশ নসিব করেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ , সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ভুইয়া , কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান ( আমান ) প্রমুখ । জানাযা নামাজের ইমামতি করেন মাওলানা আলা উদ্দিন ।