কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তরুণ প্রজন্ম সহ সব শ্রেণির মানুষকে বই পড়ায় আগ্রহী করে তুলতে এই প্রথম দুর্গাপুরে যাত্রা শুরু করলো ‘পথ পাঠাগার’।
মঙ্গলবার (২ জুন) বিকেলে এম.কে.সি.এম হাইস্কুল মোড়ে এ ‘পথ পাঠাগার’ উদ্বোধন করা হয়।
‘পথ পাঠাগার’ উদ্বোধন করেন কবি লোকান্ত শাওন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, কবি নাজমুল হুদা সারোয়ার।
‘পথ পাঠাগার এর স্বপ্নদ্রস্টা ও দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার জানান, নতুন প্রজন্ম সহ সব শ্রেণির মানুষকে বই পড়ায় আকৃষ্ট করতে এই পাঠাগারের সূচনা। আমরা পথে পথে পাঠাগার স্থাপনের মাধ্যমে মানুষের কাছে বই পৌঁছে দিতে চাই। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই সবার মধ্যে।পর্যায়ক্রমে এ ধরনের পাঠাগার সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারি শিক্ষক মাহবুব আলম, কবি শাওন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন সরকার, মাওলানা মনজুরুল হক মিরাজী, সাংবাদিক কলি হাসান তালুকদার, সুমন সাহা, রাজেশ গৌড়, পলাশ সাহা সহ আরো অনেকে।