কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহেষবেড় নামক স্থানে মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে মাহেন্দ্র ট্রাক্টর আর অটোরিক্সার সংঘর্ষে আব্দুল জলিল (৬০) নামক একজন অটো যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। নিহত আব্দুল জলিল পূর্বধলা উপজেলার শালদীঘা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সোয়া ৫টার দিকে মহেষবেড় নামক স্থানে দ্রুতগামী মাহেন্দ্র ট্রাক্টর আর যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই অটোযাত্রী আব্দুল জলিল নিহত হয়। গুরুতর আহত আরো ৫ যাত্রী। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মাহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।