কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা পূর্বধলা উপজেলায় পনিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজন চার বছরের শিশু সদর ইউনিয়নের ছোচাউড়া গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম। আরেকজন পাশ্ববর্তী ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সিয়াম (৯)।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মাজহারুল ইসলাম ভাত খেয়ে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ের আম গাছের নিচে খেলা করা অবস্থায় পুকুরে পড়ে যায়। এসময় পাশে থাকা অন্য একটি ছেলের ডাক চিৎকারে বাড়ির পাশে থাকা লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর আরেক ঘটনায় উপজেলার (পূর্বধলা) ঘাগড়া ইউনিনের গিরিয়াসা গ্রামের সিয়ামের স্বজনেরা জানায়, দুপুরের দিকে সিয়াম কংশ নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। সিয়াম নানার বাড়িতে নদীর ঘাটে মা’র সাথে গোসলে যায়। এসময় নিহতের মা ইয়াসমিন কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিল। নদীর প্রবল স্রোতে শিশুটি তলিয়ে যাওয়ার দৃশ্য তার সমবয়সি আরেকটি শিশু দেখতে পায় এবং তার চিৎকারে আশেপাশের লোকজন জাল ফেলে উদ্ধার চেষ্টা চালায়। পরে স্থানীয় এক ডুবুরি বিকেলের দিকে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত সিয়ামের বাবা আরেকটি বিয়ে করায় দীর্ঘ ছয় বছর যাবত নানা মোফাজ্জল হোসেন ফনি মিয়ার বাড়িতে থেকে বড় হচ্ছিল। এঘটনায় সিয়ামের নানার বাড়িতে বইছে শোকের মাতম।
এ ঘটনায় পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে সিয়ামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।