কেউ এগিয়ে এলো না :
মোস্তফা বাবুল
হঠাৎ বাতি নিভে গেল
ঘুটঘুটে অন্ধকারে ডুবে যাচ্ছে পৃথিবী
বুকফাটা চিৎকার শোনা যাচ্ছে
আগুন আগুন বলে, তবুও
কেউ এগিয়ে এলো না
লড়াইয়ে সাহায্য করতে।
অপবাদ ছড়িয়ে পড়ল
আশ্চর্য রকমভাবে সব তথ্য প্রকাশ হতে লাগলো
অদৃশ্য হাত গলা চেপে ধরল
নাক দিয়ে রক্ত ঝরলো
নিস্তেজ পড়ে থাকলো সারি সারি লাশ
কেউ এগিয়ে এলো না
লড়াইয়ে সাহায্য করতে।
অবশেষে আলো আসল
একটা বিশ্রী দৃশ্য দেখা গেল
দেখা গেল সমস্ত পুরুষেরা উলঙ্গ
পরনের কাপড় ছেড়া দুর্গন্ধযুক্ত
সমস্ত নারীরা মূর্ছিতা
দরজার পাশে সংজ্ঞাহীন পড়ে আছে
ওষুধের বাক্সগুলো
পদচিহ্ন ছাড়া সেখানে আর কিছু নেই
কেউ এগিয়ে এলো না
লড়াইয়ে সাহায্য করতে।