স্টাফ রিপোর্টারঃ শহীদ জিয়ার ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি, মহানগর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে অালোচনা সভা,মিলাদ মাহফিল,দলীয় পতাকা অর্ধনিমিত , কালোব্যাজ ধারন সহ বিভিন্ন কর্মসূচী অত্যন্ত সীমিত অাকারে পালিত হয়েছে।
শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি অায়োজিত সভায় মহানগরের অাহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম অাহবায়ক ওয়াহাব অাকন্দ, অধ্যাপক অামজাদ সহ দলীয় অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সভা ও মিলাদ মাহফিল চলাকালে পুলিশ কাউকে দলীয় অফিসের বাইরে দাঁড়াতে দেয়নি।