পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাছির উদ্দীন আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির এমফিল, এমপিএইচ-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
২৮ মে তারিখে ০৫.০০.০০০০. ১৩২.১৯.০০৫.২০.৩৫০ নম্বর স্মারকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মুহম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।