নেপাল ধর: করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু , এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ইমরান হোসেন সুমন তাজ উদ্যোক্তা ও সার্বিক সহযোগিতায় গতকাল নগরীর ছোট বাজার স্বর্ণ প্রেসের সামনে শতাধিক স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় ও দেশের ক্লান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবং লকডাউন শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতদরিদ্র, অসহায়, দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিকন চাল ৫ কেজি, আতপ চাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, আটা ১ কেজি ও সেমাই এক প্যাকেট।