কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় পৌর শহরের সাতপাই সওদাগর পাড়া এলাকায় মগড়া নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া শহর আলীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল।
আজ সোমবার বিকাল আনুমানিক চারটার দিকে বাসার সামনের ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই ব্যাক্তি।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
নদীতে পানি বেশি এবং স্রোত থাকায় ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে চেষ্টা চালিয়ে নিখোঁজের আড়াই ঘন্টা পর সন্ধ্যায় শহর আলীর মরদেহ উদ্ধার করে।
শহর আলীর ছেলে মনির জানায়, সারাদিন বসে থেকে বিকালে গোসল করতে নামে তার বাবা। পরে আর উঠে আসেনি। সে আরো জানায় তার বাবা কয়েকদিন পুর্বে একটি মামলায় জামিনে আসে।
পৌর সভার দুই নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার জাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন কিছু করতো না শহর আলী।