কে. এম. সাখাওয়াত হোসেন : এই করোনাকালেও নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরিতে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় খালিয়াজুরি থানা পুলিশ রোববার (২৪ মে) গভীর রাতে সঞ্জয় চন্দ্র দাস (১৫) নামে এক কিশোরকে আটক করেছে।
উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে রবিবার( ২৪ মে)সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় গভীর রাতেই পুলিশ ওই গ্রামের অবিনাশ দাসের ছেলে অভিযুক্ত সঞ্জয়কে আটক করে।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামের একই পাড়াতে শিশুটির পরিবার ও সঞ্জয় চন্দ্র দাসরা বসবাস করে। গত রোববার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র দাস মেয়েটিকে একটি শুকনো খরের গাদার আড়ালে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটি ঘরে ফিরে তার মা-বাবাকে জানালে রাতেই তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষণের পর মেয়েটির মারাত্মক রক্তক্ষরণ হয়।
ওই রাতেই ধর্ষক সঞ্জয় চন্দ্র দাস (১৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় খালিয়াজুরী থানায় শিশু ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।